
প্রায় দুই বছরের প্রেমের সম্পর্কে ইতি টেনে সম্প্রতি আলাদ হয়েছেন বলিউড ও দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা। তবে তাদের সম্পর্কে ভাঙন ধরলেও, তারা এক অপরের ভালো বন্ধু হয়ে থাকবেন বলে জানিয়েছেন। তবে এত কিছুর পরও এড়ানো যায়নি চর্চা। দু’জনের বিচ্ছেদের খবর তাদের অনুরাগীদেরও বেশ হতাশ করেছে। কারণ অনুরাগীরা এই জুটিকে খুবই পছন্দ করতেন।
প্রেমের ভাঙন নিয়ে এত দিন তামান্না বা বিজয়-কাউকেই খুব একটা কথা বলতে দেখা যায়নি। তবে এবার এক সাক্ষাৎকারে বিজয় এ ব্যাপারে মুখ খুলেছেন। অভিনেতা যেকোনো সম্পর্কের সব দিক গ্রহণ করার কথা বলেছেন।
সাক্ষাৎকারে বিজয় সম্পর্কে নিয়ে নানা কথা ও তার মতামত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আপনি সম্পর্কের কথা বলছেন, তাই না? আমার মনে হয়, আইসক্রিমের মতো সম্পর্ককে উপভোগ করুন, তাহলে আপনি খুব সুখি থাকবেন। এর অর্থ হল, যে ফ্লেভারই আসুক না কেন, তা গ্রহণ করুন এবং তা সঙ্গে নিয়ে এগিয়ে যান।’
Comments