Image description

ভারতের মহাকুম্ভের মোনালিসা যার কাজলটানা বাদামি চোখ, শ্যামলা গায়ের রং, রঙিন ঠোঁট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করেছেন। ভারতে চলতি বছরের মহাকুম্ভের দৌলতে চলে আসলেন প্রচারের আলোয়। 

এদিকে বিনোদুনিয়ায় খুব একটা পরিচিত নাম না হলেও ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির পরিচালনা করে চর্চার শিরোনামে ছিলেন সনোজ মিশ্র। তারপরই অগ্নিগর্ভ মণিপুর নিয়ে সিনেমার ঘোষণা করেন। সে সিনেমার কাস্টিংয়ে মহাকুম্ভের ভাইরাল মামোনালিসা ভোঁসলেকে নিয়ে ঘোষণা করেছিলেন, ‘বলিউডের আর পাঁচজন অভিনেত্রীর মতো এই মেয়েটি অর্ধনগ্ন হয়ে ছবি পোস্ট করে না। ভীষণই সাদামাটা, সংস্কৃতিমনস্ক মোনালিসা।’ 

সনোজ মিশ্রর এমন কটাক্ষ নিয়ে অনেকেরই ভ্রু আন্দোলিত হয়েছিল! এবার সেই পরিচালকই কিনা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার। এক তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিবার সনোজ মিশ্রকে গ্রেপ্তার করেছে নবি করিমের পুলিশ। 

ওই তরুণীর অভিযোগ, ২০২১ সালে সনোজের সঙ্গে তার পরিচয় হয়। ঝাঁসিতে পৌঁছে সনোজ নাকি তাকে হুমকি দেন, দেখা না করলে তিনি আত্মঘাতী হবেন। সেই ভয়েই তরুণী দেখা করতে বাধ্য হন। এরপরই কাজ দেওয়ার নাম করে এক রিসর্টে তাকে নিয়ে গিয়ে মাদকমিশ্রিত পাণীয় খাইয়ে ধর্ষণ করেন পরিচালক। 

তিনি আরও সংযোজন করেন যে, সনোজ মিশ্র তার আপত্তিকর ছবি-ভিডিও তোলেন এবং মুখ খুললে সেগুলো ভাইরাল করে দেওয়ার হুমকিও দেন। এরপরও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নির্যাতিতাকে বিভিন্ন জায়গায় ডেকে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সনোজ মিশ্র। এমন অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ঝাঁসির ওই তরুণী। যার ভিত্তিতে রবিবার গ্রেপ্তার করা হয়েছে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবির পরিচালককে।