Image description

সাধারণ মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও ঈদ আনন্দে ভাসছেন। তবে ঢাকাই চলচ্চিত্রের পাঁচ নায়িকার আনন্দ একটু বেশি। কারণ ঈদুল ফিতরে তাদের অভিনীত সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। 

ফলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন— নুসরাত ফারিয়া, শবনম বুবলী, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, সুনেরাহ বিনতে কামালের ঈদ হবে হাই ভোল্টেজের। তা ছাড়া ওপার বাংলার ইধিকা পাল ও দর্শনা বনিক অভিনীত সিনেমাও বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

নুসরাত ফারিয়া অভিনীত ‘জ্বীন-৩’ সিনেমা ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে ফারিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন আব্দুন নূর সজল।

পরিচালক এম রহিম নির্মাণ করেছেন ‘জংলি’ সিনেমা। এতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন— দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু। সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য রচনা করেছেন যৌথভাবে মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও তমা মির্জা জুটি বেঁধে ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেন। এবার তারা ‘দাগি’ সিনেমায় জুটি বেঁধেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সিনেমাটিতে দেখা যাবে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকেও।

শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। একটি আইটেম গানে নেচেছেন নুসরাত জাহান। শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন দর্শনা বণিক। সোহানী হোসেনের প্রযোজনায় এটি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন।