Image description

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে গত বছর ডিসেম্বরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ২০১২ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরকে বিয়ের পর মুম্বাই থেকে লন্ডন আসা যাওয়ার মাঝেই আছেন রাধিকা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যা সন্তানের নতুন একটি ছবি পোস্ট করেছেন রাধিকা। মুম্বইয়ে পা রেখেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। শেয়ার করা ছবিতে হাসি মুখে দেখা যায় রাধিকাকে।

ভিডিও শেয়ার করে ক্যাপশনে রাধিকা লিখেছেন, ‘মাতৃভূমিতে পা রাখলাম। মুম্বাইয়ের সঙ্গে তোমার আলাপ করানোর জন্য মা সেরা মাসকেই বেছে নিয়েছে।’ সেরা মাস বলতে আমের সময়কে বোঝাতে চেয়েছেন রাধিকা।

হ্যাশট্যাগে উল্লেখ করেছেন আমের কথা। গ্রীষ্মের সামার লাইটের কথাও বলেছেন। এই পোস্টে তার স্বামী বেনেডিক্ট টেলারকে ট্যাগ করেছেন রাধিকা। এও জানিয়েছেন, তাদের সবক’টি ছবি ক্যামেরাবন্দি করেছেন বেনেডিক্টই।

এর আগে নারীদিবসে পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রাধিকা। তাতে দেখা যায়, কন্যা ছিল বেনেডিক্টের কোলে। সেই ছবিতেও কন্যার মুখ দেখা যায়নি। বেনেডিক্টের কাঁধে মাথা রেখে ছবি তুলেছিলেন রাধিকা।