Image description

বলিউডের চকোলেট বয় হিসেবে পরিচিত অভিনেতা রণবীর কাপুর। আলিয়ার সঙ্গে ঘর বাঁধার আগে অসংখ্য নারীর সঙ্গে ডুবে ডুবে জল খেয়েছেন। যদিও অভিনেতা সেসব বদভ্যাসগুলো পাল্টে একজন ভালো বাবা ও স্বামী হিসেবে নিজেকে চেনাতেই ভালোবাসেন।   

একবার কারিনা কাপুরের একটি শো-এ এসে এরকমটাই জানিয়েছিলেন রণবীর। যা শুনে কারিনাও জানিয়েছিলেন ব্যক্তিজীবনের কথা। জানিয়েছেন, সাইফ আলি খান একটি রাতও নাকি কাটাননি তার সঙ্গে!

এর আগে রণবীর বলেছেন, 'আমি ওর (আলিয়া) সঙ্গে হাসপাতালে ছিলাম। আমার বেশ ভালোই লাগছিল। সন্তান হওয়ার আগে আমি কাজ থেকে টানা দুই-তিন মাস ছুটি নিয়েছিলাম। টানা এক সপ্তাহ আমি ওর সঙ্গে হাসপাতালে ছিলাম।'

রণবীরের কথা শুনে তার অনুরাগীরাও মুগ্ধ হয়েছিলেন। কেউ কেউ মন্তব্য করেছিলেন, 'বিয়ের পরে সত্যিই বদলে গেছে রণবীর।'

আর এই শুনে রণবীরের ভূয়সী প্রশংসা করেন কারিনা, সঙ্গে সাইফকে নিয়ে আক্ষেপও করেন। তিনি বলেন, 'তার মানে তুমি স্বামী হিসেবে খুবই ভালো। অথচ সাইফকে দেখো, একটা রাতও ও আমার সঙ্গে হাসপাতালে থাকেনি।'