
মার্কিন যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধের ঝড় পৌঁছেছে বিনোদনের ক্ষেত্রেও। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় এবার চীনের বাজারে হলিউডের সিনেমার মুক্তি ‘মাঝারিভাবে কমাতে’ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ শুক্রবার এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদন বলছে, চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন বৃহস্পতিবার এমন সিদ্ধান্ত নিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট সরাসরি চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ মার্কিন শুল্ক আরোপের ঘোষণার পর চীনও পাল্টা পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় চলচ্চিত্র নিয়েও এল নতুন সিদ্ধান্ত।
চীনের চলচ্চিত্র প্রশাসন ঘোষণায় জানিয়েছে, চীনের ওপর শুল্ক আরোপের মার্কিন সরকারের ভুল পদক্ষেপ অনিবার্যভাবে আমেরিকান চলচ্চিত্রের প্রতি দেশীয় দর্শকদের আগ্রহ আরও কমিয়ে দেবে।
এতে বলা হয়, আমরা বাজারের নিয়ম মেনে চলব, দর্শকদের পছন্দকে সম্মান করব এবং আমদানি করা আমেরিকান চলচ্চিত্রের সংখ্যা মাঝারিভাবে কমিয়ে আনব।
পর্যবেক্ষকদের কাছে অবশ্য চীনের এমন সিদ্ধান্ত অবাক করার মতো কিছু নয়। এ নিয়ে ভবিষ্যদ্বাণী ছিল, মার্কিন শুল্ক বৃদ্ধির প্রতিক্রিয়ায় চীন হলিউডকে লক্ষ্যবস্তু করতে পারে।
চীন বছরে হলিউডের ১০টি সিনেমা মুক্তি দিয়ে থাকে। চীনা বাজারকে একসময় মার্কিন চলচ্চিত্র শিল্পের আয়ের একটি প্রধান উৎস হিসেবে দেখা হত।
Comments