Image description

পাকিস্তানের কিংবদন্তি কৌতুক অভিনেতা জাভেদ কোডু লাহোরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইন্তেকাল করেছেন।রোববার (১৩ এপ্রিল) ভোরে মৃত্যু হয়েছে তার।

সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, সিংপুরায় অভিনেতার বাসভবনের পেছনের জায়গায় মরদেহের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তারপর সিংপুরা কবরস্থানে সমাহিত করা হবে তাকে। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত ছিলেন।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন অভিনেতা জাভেদ। নিখুত সময়জ্ঞান ও অনবদ্য প্রতিভা থেকে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। স্বল্প উচ্চতা (বামনত্ব) হওয়ার কারণে জীবনে অসংখ্য সামাজিক ও পেশাদার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে।

জাভেদ মঞ্চের বাইরে এবং মঞ্চে উপহাস ও বৈষম্যের শিকার হওয়ার পরও বিভিন্ন প্রতিকূলতার ঊর্ধ্বে পাকিস্তানের থিয়েটার ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম একজন হয়ে উঠেন। দেশটির আরেক কিংবদন্তি কৌতুক অভিনেতা আখতার হোসেন আলবেলা ভীষণ স্নেহ থেক ‘কোদু’ নাম দিয়েছিলেন জাভেদকে।

পাকিস্তানি থিয়েটার ও সিনেমায় জাভেদের অবদান অপরিসীম। তার মৃত্যু কৌতুকের জন্য একটি যুগের সমাপ্তির অবসান। প্রিয় অভিনেতার মৃত্যুতে দেশটির অগুণিত মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন।