Image description

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই নতুন পোশাকের গন্ধ। কিন্তু সব শিশুর কাছে ঈদের এই আনন্দ সমানভাবে ধরা দেয় না। সৈয়দপুরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর ঈদ আনন্দে নতুন রং লাগাতে এগিয়ে এসেছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় রাস্তার পাশে সামিয়ানা টাঙিয়ে তারা বসিয়েছিল এক ব্যতিক্রমী দোকান – যেখানে তারা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘১ টাকায় ঈদের নতুন জামা’ ব্যবস্থা করেছ। 

 আর এই এক ব্যতিক্রমী দোকানর সামনেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল শতাধিক শিশু-কিশোর, যাদের চোখে-মুখে ছিল ঈদের নতুন পোশাক পাওয়ার অদম্য আকাঙ্ক্ষা। তাদের পাশে দাঁড়িয়ে কয়েকজন স্বেচ্ছাসেবী পরম মমতায় শিশুদের সাথে পোশাকের সাইজ মিলিয়ে দেখছিলেন এবং মাত্র ১ টাকার বিনিময়ে তাদের হাতে তুলে দিচ্ছিলেন নতুন জামা।

দোকানটিতে শিশুদের জন্য সাজানো ছিল নানা রঙের ও ডিজাইনের নতুন পোশাক – ফ্রক, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। পছন্দের পোশাক খুঁজে পেয়ে শিশুদের চোখে-মুখে ফুটে উঠছিল বাঁধভাঙা আনন্দ। মাত্র এক টাকায় ঈদের নতুন জামা পেয়ে তাদের খুশি যেন আর ধরে না।

মাত্র এক টাকার বিনিময়ে পছন্দের নতুন পোশাক পেয়ে খুশিতে ঝলমল করছে শহরের গোলাহাটের শিশু শবনম (৮) ও সুমাইয়াের (৭) মতো অসংখ্য শিশুর ।

শবনম জানায়, "আমরা তো কোনো উৎসবে নতুন জামা পাই না। এখানে এক টাকায় নতুন জামা দিচ্ছে শুনে ছুটে এসেছি। নিজের পছন্দ মতো ফ্রক নিতে পেরে খুব খুশি হয়েছি।" সুমাইয়ার চোখেমুখেও ছিল বাঁধভাঙা আনন্দ।

শুধু শবনম বা সুমাইয়া নয়, একই রকম খুশি চোখে-মুখে নিয়ে নতুন জামা হাতে পেয়েছে অসহায় শিশু সাব্বির (১২) ও মল্লিক (৮)। বাবা নেই, মা অন্যের বাড়িতে কাজ করেন। তাদের জন্য নতুন জামা কেনার সামর্থ্যও ছিল না মায়ের। ‘আমাদের প্রিয় সৈয়দপুর’-এর অস্থায়ী দোকান থেকে মাত্র এক টাকায় নতুন পোশাক পেয়ে তাদের মুখেও ফুটেছে হাসির ঝিলিক। সাব্বির জানায়, "এখন ঈদটা ভালোই কাটবে।"

সংগঠনের সদস্য সামিউল, রাজা ও রাব্বি জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা সবসময়ই যেন একটু পিছিয়ে থাকে। ঈদের আনন্দ থেকেও তারা বঞ্চিত হয়। তাই তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, "ঈদের আগে পর্যন্ত এই কার্যক্রম চলবে। আমরা চাই, প্রতিটি সুবিধাবঞ্চিত শিশু ঈদের আনন্দ উপভোগ করুক।"

সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী জানান, মূলত অসহায় ও এতিম শিশুদের কথা ভেবেই তাদের এই আয়োজন। যে-সব শিশুর ঈদের নতুন জামা হয়নি, তারা এখানে এসে মাত্র এক টাকার বিনিময়ে নিজেদের পছন্দসই পোশাক নিতে পারবে। নওশাদ আরও বলেন, "আমাদের সদস্যরা নিজেদের অর্থায়নে এই আয়োজন করেছে। এছাড়াও পর্যায়ক্রমে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস এবং সেমাই-চিনি-দুধও বিতরণ করা হবে অসহায়দের মধ্যে। চাঁদ রাত পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।"

উল্লেখ্য, প্রতি বছরই ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ সংগঠনটি এই ধরনের উদ্যোগ গ্রহণ করে। তারা ঈদের আগে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা, সালামি এবং গরিবদের জন্য শাড়ি, লুঙ্গি, থ্রিপিস ও খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে। শিশুদের ঈদের দিনের নতুন পোশাকের আকাঙ্ক্ষা পূরণ করাই তাদের মূল লক্ষ্য। আর তাই এই সংগঠনটি পথশিশুদের মুখে হাসি ফোটাতে সবসময়ই পাশে থাকে।