Image description

ভারতের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বিরল এক ঘটনা ঘটেছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালটিতে ১৮টি যমজ শিশুর জন্ম হয়েছে। এর আগে কোনো হাসপাতালে এমন ঘটনা ঘটেছে বলে শোনা যায়নি। 

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান, শিশুদের মধ্যে ১১ জন কন্যসন্তান এবং ৭ জন পুত্রসন্তান রয়েছে। মা ও শিশু সবাই সুস্থ আছে। তবে চারজনের ওজন কম থাকায় তাদের এনআইসিইউতে রাখা হয়েছে। তাদের অবস্থাও ভালো। 

তিনি আরো বলেন, হাসপাতালের সিনিয়র ডাক্তারদের সঙ্গে হাত মিলিয়ে এই চাপ সামলেছেন জুনিয়র ডাক্তাররা। কারণ যমজ শিশুর জন্ম সব সময় ঝুঁকিপূর্ণ। সেজন্য সব রকম প্রস্তুতি নেয়া হয়েছিল।

এদিকে এই হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান মলয় সরকার জানান, রেফারেল হাসপাতাল হওয়ায় অনেক ঝুঁকিপূর্ণ প্রসব করাতে হয় এখানে। পরিসংখানে দেখা যায়, ৮০ জনের মধ্যে একটি যমজ শিশু জন্মায়। এক্ষেত্রে একটি ছাড়া সব প্রসব হয়েছে সিজারিয়ান পদ্ধতিতে। তিনি জানান, চিকিৎসক, অজ্ঞান করার ডাক্তার, জুনিয়র ডাক্তার, নার্স সহ অন্যান্য কর্মীরা দারুণভাবে এই চ্যালেঞ্জ নিয়েছেন।