Image description

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী মাসে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ভারতের সংবাদমাধ্যম পিটিআই এই তথ্য জানিয়েছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের পরিকল্পনায় পরিবর্তন আনার কারণে বৈঠক স্থগিত করা হয়েছে।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে বৈঠকের সম্ভাব্য তারিখ ছিল।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে এটি প্রথম বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক।

পিটিআই আরও জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে বৈঠক স্থগিতের বিষয়টি অবহিত করা হয়েছে। আরও বলা হয়েছে, পরবর্তীতে আলোচনার জন্য দ্রুত তারিখ ঠিক করতে কাজ চলছে।