Image description

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি তার শপথগ্রহণ। তবে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে ট্রাম্পের নতুন প্রশাসনে বিভিন্ন দপ্তরে সম্ভাব্য মুখ কারা হতে পারেন। তবে খুব শিগগিরই নতুন মন্ত্রীসভা-প্রশাসনের সদস্যদের নাম চূড়ান্ত করতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্পের প্রচারভিযান দলের কো-চেয়ার লিন্ডা ম্যাকমোহন এবং হাওয়ার্ড লুটনিক এক বিবৃতিতে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যে কে তার মন্ত্রিসভার অংশ হবে তা বেছে নিতে শুরু করবেন।

বিবৃতিতে জানানো হয়, খুব শীগগিরই ট্রাম্পের কাছে বিশেষজ্ঞদের নাম উপস্থাপন করা হবে, যেখান থেকে তিনি তার মন্ত্রিসভা ও প্রশাসনের সদস্য চূড়ান্ত করবেন। তিনি এমন কর্মী নির্বাচন করবেন যাদের নীতিগুলো নাগরিকদের জীবনকে সাশ্রয়ী এবং নিরাপদ করে তুলবে।

ট্রাম্পের নতুন প্রশাসনে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন স্কট বেসেন্ট। তিনি ট্রাম্পের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপদেষ্টা। ইয়েল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর ধরে শিক্ষকতা করা বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে অন্যতম প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মঙ্গলবার ৫ নভেম্বর অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বুধবার ফলাফল জানা যায়। ফলাফল আসতে শুরু করলে দেখা যায়, বেশির ভাগ রাজ্যে ট্রাম্প এগিয়ে যাচ্ছেন। তারপরও সবার নজর ছিল দোদুল্যমান সাত অঙ্গরাজ্যের ফলাফলের দিকে। কিন্তু সময়ের সাথে সাথে স্পষ্ট হতে শুরু করে যে ট্রাম্পই জয়ী হতে যাচ্ছেন। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ট্রাম্প পেয়েছেন ২৯৫ ইলেকটোরাল কলেজ ভোট। যেখানে কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি।

মানবকণ্ঠ/এসআরএস