Image description

ইউক্রেনের যুদ্ধ বন্ধ এবং গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (১৯ নভেম্বর) রিওতে সদ্য সমাপ্ত জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজক লুলা দা সিলভার সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান জানান। খবর সিনহুয়ার।

প্রতিবেদেন বলা হয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও শির সঙ্গে এই বিষয়ে একই মত পোষণ করেন। তারা ইউক্রেনের শান্তির জন্য যৌথ রোডম্যাপ প্রস্তাব করেছেন তাও তুলে ধরেন। শি বলেন, ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের পথ সুগম করবে। তিনি গাজায় যুদ্ধবিরতি এবং যুদ্ধের সমাপ্তি দ্রুততম সময়ে আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের বিষয়ে চীন-ব্রাজিলের শান্তি মধ্যস্থতার রোডম্যাপ রাশিয়া, যা চীনের মিত্ররা সমর্থন করেছে। তবে কিয়েভ এবং তার পশ্চিমা সমর্থকরা এটি প্রত্যাখ্যান করেছে।

সম্মেলনের যৌথ বিবৃতিতে গাজা এবং লেবাননে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। যেখানে ইসরাইল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধের কথাও বলা হয়েছে। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় তাৎক্ষণিক, শর্তহীন এবং স্থায়ী যুদ্ধবিরতি একটি প্রস্তাব ভোটে উত্থাপন করে, কিন্তু এটি ইসরাইলের মিত্র যুক্তরাষ্ট্র ভেটো দেয়।