Image description

ভারতের মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। প্রাথমিক পর্যায়ে উভয় রাজ্যেই এনডিএ জোটের সংখ্যাগরিষ্ঠতার খবর এলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে স্পষ্ট হতে শুরু করেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আভাস।

এনডিটিভি বলছে, আজ শনিবার সকাল ৮টা থেকে ওই দুই রাজ্যে বিধানসভার নির্বাচনের ভোট গণনা শুরু হয়। সব মিলিয়ে গণনা চলছে পশ্চিমবঙ্গসহ ১৫টি রাজ্যের ৪৮টি বিধানসভা এবং দুটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট। ঝাড়খণ্ডে শুরুতে এনডিএ এগিয়ে থাকলেও গণনা যত এগোচ্ছে, লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। ‘ইন্ডিয়া’ এবং এনডিএ-র মধ্যে ব্যবধান কমছে।  

পশ্চিমবঙ্গের উপনির্বাচনে ৬টি কেন্দ্রের সবকটিতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ঝাড়খণ্ডে ৯টি আসনে এগিয়ে এনডিএ, ৪টি আসনে এগিয়ে জেএমএম-কংগ্রেস জোট। মহারাষ্ট্রে ৯৮ আসনে এগিয়ে বিজেপি জোট, ৩৫টিতে এগিয়ে বিরোধীরা। আর কেরালার ওয়েনাড়ে উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী প্রাথমিকভাবে এগিয়ে আছেন।

অধিকাংশ বুথফেরত সমীক্ষা বলছে, লোকসভা নির্বাচনের ছয় মাসের মাথায় মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা ভোটে আবার জিততে পারে বিজেপির জোট। তবে ভারতের নির্বাচনী ইতিহাসে এমন পূর্বাভাস অতীতে অনেক বারই ভুল প্রমাণিত হয়েছে।