বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে সংখ্যালঘু ইস্যুতে চিঠি দিয়েছেন ভারতের দিল্লির জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। চিঠিতে তিনি বলেছেন, কোনও দেশ মুসলিম অধ্যুষিত হলেও সেখানে সংখ্যালঘু বিদ্বেষের স্থান থাকতে পারে না। এটি বাংলাদেশে থাকা উচিত নয়।
সৈয়দ আহমেদ বুখারি বলেছেন, বাংলাদেশের বর্তমান প্রধান নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস সংখ্যালঘুদের ওপর অত্যাচার রুখতে যথাযথ পদক্ষেপ নেবেন, এই আশা করি। আমার আশা, আন্তর্জাতিক মহলে নিজের সুনাম আপনি (ড. ইউনূস) বজায় রাখবেন।
সেই সঙ্গে চিঠিতে ইমাম বুখারি লিখেছেন, ‘বাংলাদেশ মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হলেও সেখানে হিন্দু সম্প্রদায় অত্যাচারিত হবেন, এই বার্তা কখনও ইসলাম দেয় না।’
তার কথায়, সংখ্যালঘুদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার হলেও এমন ঘটনা মেনে নেওয়া যায় না।
দীর্ঘদিন বাংলাদেশের পাশে কীভাবে ভারত থেকেছে, চিঠিতে তাও উল্লেখ করেছেন তিনি।
Comments