রাজনৈতিক সঙ্কটকে দূর করার লক্ষ্য নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থি নেতা ফ্রাঙ্কোইস বেরোউয়ের নাম ঘোষণা করেছেন। খবর এএফপির।
কৃচ্ছ্রতা বাজেটকে কেন্দ্র করে অচলাবস্থার পর ফ্রান্সের পার্লামেন্টে ঐতিহাসিক অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বের্নিয়ারকে ক্ষমতা থেকে সরানোর নয়দিনের মাথায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার মিত্র মো-ডেম গ্রুপের প্রধান ৭৩ বছর বয়স্ক ফ্রাঙ্কোইস বেরোউকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন।
এ বিষয়ে কোনো বিস্তারিত না জানিয়ে প্রেসিডেন্টর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস বেরোউকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন এবং সরকার গঠন করার জন্য তাকে দায়িত্ব দিয়েছেন।’
মিশেল বের্নিয়েরের পর বেরোউ হতে যাচ্ছেন ম্যাক্রোঁর ম্যান্ডেট পাওয়া ষষ্ঠ প্রধানমন্ত্রী। এর আগে বের্নিয়ের মাত্র তিন মাস দায়িত্ব পালন করে ফ্যান্সের ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে আস্থা ভোটে ক্ষমতা হারান।
ফ্রান্সের দ্বিধাবিভক্ত পার্লামেন্টে বেরোউকে আস্থা ভোটে টিকে থাকার জন্য কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেই মনে করা হচ্ছে। আজ শুক্রবারই ফ্রাঙ্কোইস বেরোউ তার পূর্বসূরী মিশেল বের্নিয়ারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সূত্র।
মানবকণ্ঠ/আরএইচটি
Comments