Image description

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সেনা চৌকিতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৬ জন সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পাঁচজন।

শুক্রবার রাতে প্রদেশটির দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় হামলার এ ঘটনা ঘটে। পরিদন শনিবার দুই গোয়েন্দা কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

পাকিস্তান তালেবান নামে পরিচিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে।

পুলিশের সিনিয়র কর্মকর্তা হিদায়াত উল্লাহ জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় নিরাপত্তা বাহিনীর একটি পোস্টে হামলা চালানো হয়। হামলাকারীরা হালকা এবং ভারী অস্ত্র ব্যবহার করেছে।

হিদায়াত উল্লাহ বলেন, ‘এলাকায় একটি তল্লাশি অভিযান চলছে।’

এদিকে, টিটিপি দাবি করেছে, হামলায় ৩৫ জন সেনা নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। যদিও তারা তাদের যোদ্ধাদের হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি।

টিটিপি সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়িয়েছে। সংগঠনটি বিভিন্ন সুন্নি ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর ছাতার সংগঠন হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকার উৎখাত করে কঠোর ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।

মানবকণ্ঠ/আরআই