প্রেমিকার নম্বর চুরি করে লুকিয়ে চ্যাটিং করাকে কেন্দ্র করে গৌতম মণ্ডল নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। প্রায় ২২ দিন ধরে নিখোঁজ ছিল ওই যুবক। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের। সামান্য একটি ফোন নম্বর নিয়ে তর্কবিতর্কের জেরে খুন করা হয় গৌতমকে বলে জানায় পুলিশ ।
পুলিশ জানিয়েছে, ওই যুবক লখিমপুর খেরির বাঙালি কলোনিতে পরিবার নিয়ে থাকত। দিনমজুর হিসেবে কাজ করতেন। এ ঘটনায় বিশাল নামের এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিশাল পুলিশকে জানান, ফেসবুকে উত্তরাখণ্ডের এক যুবতীর সঙ্গে পরিচয় হয়েছিল বিশালের। তাদের কথাবার্তা এগোয়, বন্ধুত্ব রূপ নেয় প্রেমের সম্পর্কে। কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়ায় গৌতম।
বিশালের দাবি, গৌতম তার মোবাইল থেকে লুকিয়ে ওই যুবতীর নম্বর চুরি করেন। গোপনে তার সঙ্গে কথাও বলতে শুরু করেন। তারপর প্রেমিকার সঙ্গে নিত্যদিন অশান্তি, অন্যদিকে বন্ধুর হাবভাব বদলাতে দেখা বিষয়টি বুঝতে পারে বিশাল। জানতে পারেন, গৌতম তার ফোন থেকে নম্বর চুরি করে নিয়েছিল। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে তুমুল তর্কবিতর্ক হয়। পরে তা মিটমাটও হয়ে যায়।
তবে এই ধোঁকা ভোলেননি বিশাল। ডিসেম্বরের শুরুতে একদিন গৌতমকে মদ্যপানের জন্য ডাকেন। সেখানে জোর করেই মদে কীটনাশক মিশিয়ে খাইয়ে দেন এবং মৃত্যুর পর মরদেহ জঙ্গলে ফেলে দেন।
মানবকণ্ঠ/এসআর
Comments