সাদা মাথার ইগলকে যুক্তরাষ্ট্রে জাতীয় পাখি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়েছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইনে স্বাক্ষর করার মধ্য দিয়ে ২৫০ বছর পর শিকারি এই পাখি আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি পেল। খবর বিবিসির।
বহু বছর পর ধরে যুক্তরাষ্ট্রে একটি জাতীয় প্রতীক সাদা মাথার ইগল। ১৭৮২ সাল থেকে যুক্তরাষ্ট্রের সরকারি নথিপত্রে ব্যবহৃত সিলে (গ্রেট সিল অব দ্য ইউএস) এ পাখির ছাপ দেখা যায়। তবে এটিকে এতদিন সরকারিভাবে জাতীয় পাখি ঘোষণা করা হয়নি।
গত সপ্তাহে এমন ইগলকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখি উল্লেখ করে মার্কিন কংগ্রেসে একটি বিল পাস হয়েছে। এরপর বিলটিকে আইনে পরিণত করতে স্বাক্ষরের জন্য তা বাইডেনের টেবিলে পাঠানো হয়।
ইগল বিষয়ক ন্যাশনাল বার্ড ইনিশিয়েটিভ ফর দ্য ন্যাশনাল ইগল সেন্টারের কো-চেয়ার জ্যাক ডেভিস জানান, প্রায় ২৫০ বছর ধরে আমরা বল্ড্ ইগলকে জাতীয় পাখি বলে ডাকতাম। যদিও এটি তা ছিল না। তবে এখন আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে এবং এ স্বীকৃতি পাওয়ার জন্য আর কোনো পাখিই এর চেয়ে যোগ্য হতে পারে না।
আমেরিকার ১৯৪০ সালের ন্যাশনাল এমব্লেম অ্যাক্ট অনুযায়ী, সাদা মাথার ইগল দেশটির সংরক্ষিত পাখি। এই পাখি বিক্রি ও শিকার করা অবৈধ। তারপরও এই ইগল একসময় বিলুপ্তির দ্বারপ্রান্তে ছিল।
Comments