দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের পর এবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব জমা দিয়েছে দেশটির বিরোধীদলীয় এমপিরা। হান ডাক-সু বর্তমানে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করছেন।
এছাড়া ২০২২ সালের মে মাস থেকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে সর্বশেষ এই পদক্ষেপ পূর্ব এশিয়ার এই দেশটির চলমান সংবিধানিক সংকট আরও বাড়িয়ে তুলতে পারে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিরোধী দল বলেছে, তারা সাংবিধানিক আদালতের গঠন নিয়ে ক্রমবর্ধমান বিরোধের মধ্যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক সুর বিরুদ্ধে একটি অভিশংসন প্রস্তাব পেশ করেছে, যা তার পূর্বসূরীকে দায়িত্ব থেকে অপসারণ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বর্তমানে বরখাস্ত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করলে দক্ষিণ কোরিয়া রাজনৈতিক সংকটের মুখে পড়ে। এর নানা নাটকীয় ঘটনাবলীর মধ্যে গত ১৪ ডিসেম্বর পার্লামেন্ট ইয়ুনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়, তবে অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আইনপ্রণেতাদের সিদ্ধান্ত বহল রাখার জন্য সাংবিধানিক আদালতের রায় প্রয়োজন।
তবে আদালতে এখন তিনজন বিচারকের ঘাটতি রয়েছে। যদি এটি তার ৬ সদস্যকে বেঞ্চে নিয়ে এগিয়ে যেতে পারে, তবে একটি ভিন্নমত ভোট ইউনকে পুনর্বহাল করবে।
বিরোধীরা চায় হান ৯ সদস্যের বেঞ্চ পূরণের জন্য আরও তিনজন মনোনীত প্রার্থীকে অনুমোদন করুক। হান এখন পর্যন্ত তা করতে অস্বীকার করেছেন, যা মূলত উভয়পক্ষকে অচলাবস্থার মধ্যে ফেলে দিয়েছে। বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি তাই বলছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকেও অভিশংসন করা উচিত।
Comments