Image description

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং বৃহস্পতিবার রাতে মারা গেছেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে তার বাসভবনে পৌঁছান নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও বাসভবনে মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে পৌঁছান। উপস্থিত ছিলেন কংগ্রেস শীর্ষ নেতারা। 

৯২ বছর বয়সে মৃত্যুবরণ করা মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই। এই এক সপ্তাহ দেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। পাশাপাশি সরকারি স্তরে কোনও বিনোদন অনুষ্ঠান হবে না।

জানা গেছে, একইসঙ্গে কংগ্রেসের সব রাজনৈতিক দপ্তরেও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সাত দিন দলের সমস্ত কর্মসূচি বাতিল করেছে কংগ্রেস।

শনিবার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হবে দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে।সেখানে রাজনৈতিক নেতা থেকে শুরু করে অনুগামী এবং দলের সমর্থকরা তাকে শ্রদ্ধা জানাতে পারবেন। একইদিনে রাজঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে। 

কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানান, শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।