Image description

ইউরোপে পৌঁছানোর আশায় প্রতি বছর আফ্রিকার উপকূল থেকে হাজার হাজার অভিবাসী বিপজ্জনক সামুদ্রিক পারাপারের চেষ্টা করে. প্রায়ই দেখা যায় ক্ষীণ অস্থায়ী নৌকায় করে বহু অভিবাসী পাড়ি দেয়ার চেষ্টা করে সাগরপথ। সম্প্রতি স্পেনের উদ্দেশে যাত্রা করা একটি নৌকায় প্রায় ৮০ জন অভিবাসী ছিলেন। নৌকাডুবির ঘটনায় দুর্ভাগ্যবশত প্রায় ৭০ জন এখনও নিখোঁজ রয়েছেন। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ফ্রান্স-২৪ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবির ঘটনায় এগারো জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে নয়জন মালির বাসিন্দা। সরকারি এক বিবৃতিতে জানানো হয়, নিখোঁজদের মধ্যে ২৫ তরুণ মালিয়ানকে চিহ্নিত করা হয়েছে।

স্প্যানিশ অভিবাসন এনজিও ক্যামিনান্দো ফ্রন্টেরাস, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে বলেছে, ক্যানারি দ্বীপপুঞ্জের থেকে রেকর্ড সংখ্যক ১০ হাজার ৪শ জনেরও বেশি অভিবাসী মারা গেছে। প্রতিদিন গড়ে প্রায় ৩০ জন করে মারা গিয়েছেন।

মানবকণ্ঠ/আরএইচটি