Image description

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে সেখানকার শীর্ষ আদালত। সারার বিরুদ্ধে বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলা চলাকালীন সাক্ষীকে প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে।

এরই মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ মিয়ারা জানান, সাক্ষীদের হয়রানি ও ন্যায়বিচারে বাধা দেওয়ার অভিযোগে এ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। 

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভ বলেছে, এক হোয়াটসঅ্যাপস বার্তায় মামলার প্রধান সাক্ষীকে ভয় দেখানোর নির্দেশ দিয়েছিলেন সারা। 

২০২০ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচার শুরু হয়। তবে সব অভিযোগ অস্বীকার করে, একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন নেতানিয়াহু।