Image description

ইরানের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী হামলায় এক সিনিয়র গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হরমোজগান প্রদেশের বন্দর লেঙ্গেহে গোয়েন্দা পুলিশের প্রধান মোজতবা শাহিদিকে লক্ষ্যবস্তুতে হত্যা করা হয়।

প্রেস টিভি জানিয়েছে, একজন আততায়ী শাহিদির গাড়ির কাছে এসে একটি বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণ ঘটায়, যার ফলে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে শাহিদি মাথায়, মুখমন্ডল, ঘাড় ও বুকে গুরুতর জখম হন। পরে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।

হামলায় তার সাথে থাকা বন্দর লেঙ্গেহের গোয়েন্দা পুলিশের উপ-প্রধান আহত হয়েছেন। বর্তমানে তার মাথায় ও মুখে আঘাতের অস্ত্রোপচার চলছে।

এদিকে বিস্ফোরণে হামলাকারী নিজেও নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত অক্টোবর মাসে পাকিস্তান সীমান্তের নিকটবর্তী সিস্তান ও বেলুচেস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় দশজন ইরানি সীমান্তরক্ষী নিহত হয়। জইশ আল-আদল সন্ত্রাসী গোষ্ঠী পরে এ হামলার দায় স্বীকার করে।

মানবকণ্ঠ/আরআই