ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭১ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজাবাসীর ওপর বর্বর সামরিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।
গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ইসরাইল গত ২৪ ঘণ্টায় ৩৪টি বিমান হামলা চালিয়ে ফিলিস্তিন জুড়ে ৭১ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠী আল-হক বলেছে, গাজায় ইসরাইলের জোরপূর্বক উচ্ছেদের আদেশ তথাকথিত মানবিক নিরাপদ অঞ্চল একটি প্রতারণা। এটি গাজার জনসংখ্যার উপর আক্রমণের সুবিধার্থে নির্ধারণ করা হয়েছে।
জাতিসংঘ গাজার হাসপাতালগুলোকে লক্ষ্যবস্তু করার নিন্দা জানিয়ে বলেছে, চিকিৎসা সেবার ওপর সামরিক আক্রমণ এবং অনুপ্রবেশ সীমাবদ্ধ হওয়া উচিত।
টানা প্রায় ১৪ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের এই বর্বরতায় নিহত হয়েছেন ৪৫ হাজার ৫৮১। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরো ১ লাখ ৮ হাজার ৪৩৮।
Comments