Image description

বৃহস্পতিবার গভীর রাতে সিরিয়ার প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গত মাসে দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদের উৎখাতের পর এটি সর্বশেষ হামলা।

শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

শাম এফএম রেডিও স্টেশনের মতে, আলেপ্পোর কাছাকাছি আল-সাফিরাহ শহরের কাছে একটি প্রতিরক্ষা কেন্দ্র এবং একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে হামলা হয়েছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এএফপি বলছে, তারা প্রতিরক্ষা কারখানায় আঘাত করেছে, পাঁচটি হামলা খুবই শক্তিশালী ছিল। এই হামলায় মাটি কেঁপে উঠে, দরজা এবং জানালা ভেঙে পড়ে। 

ইসলামপন্থি নেতৃত্বাধীন বিদ্রোহীরা ডিসেম্বরের শুরুতে আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে, ইসরাইল সিরিয়ার সামরিক সম্পদের উপর শত শত হামলা চালিয়েছে।  

ইসরাইলের দাবি, তাদের লক্ষ্য সিরিয়ার সামরিক অস্ত্রগুলো শত্রুদের হাতে পড়া থেকে রোধ করা। ইসরাইলের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে, রাসায়নিক অস্ত্রের স্থাপনা, ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা এবং বিমান বাহিনী ও নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবকাঠামো।