Image description

বাথরুমে যাওয়ার নাম করে বিয়ের আসর থেকে পালালেন কনে। সঙ্গে নিয়ে গেছেন নগদ অর্থ এবং গয়নাগাটি। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের সিতাপুরের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা কমলেশ কুমার এর আগে এক বার বিয়ে করেছিলেন। কিন্তু প্রথম স্ত্রীর মৃত্যু হলে তিনি আবার বিয়ের তোড়জোড় করেন। মধ্যস্থতাকারীকে ৩০ হাজার রুপি দিয়ে এক তরুণীর সঙ্গে তিনি বিয়ের কথাবার্তা পাকা করেছিলেন। গ্রামেরই এক মন্দিরে বিয়ের আয়োজন করা হয়েছিল। নির্ধারিত দিনে মায়ের সঙ্গে বিয়ে করতে আসেন কনে।

কমলেশ জানিয়েছেন, বিয়ের যাবতীয় খরচ তিনিই বহন করছিলেন। কনেকে উপহার হিসাবে কিছু সোনার গয়না, সাজপোশাক এবং বিয়ের শাড়ি দিয়েছিলেন। বিয়ে শুরুও হয়েছিল নির্ধারিত সময়ে। কিন্তু মাঝপথে কনে জানান, তিনি বাথরুমে যেতে চান। অনেক ক্ষণ কেটে গেলেও তিনি না-ফেরায় সন্দেহ হয় কমলেশের। দেখা যায়, কনের সঙ্গে তাঁর মা-ও উধাও!

স্থানীয় পুলিশ কর্মকর্তা জিতেন্দ্র কুমার জানিয়েছেন, কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তাঁরা বিষয়টি তদন্ত করে দেখবেন।

মানবকণ্ঠ/আরআই