Image description

আন্দোলন দমাতে সাম্প্রতিক সময়ে ৯৭৩৫ ঘণ্টা অর্থাৎ প্রায় ৪০৫ দিন ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছিল পাকিস্তান। এর ফলে দেশটিকে অর্থনৈতিক ক্ষতি গুনতে হয়েছে প্রায় ১৯ হাজার ৭৩১ কোটি টাকা। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট সংযোগ বন্ধ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করায় অর্থনৈতিক ক্ষতির দিক থেকে বিশ্বে শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। ২০২৪ অর্থবছরে দেশটি যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমার ও সুদানের সারাবছরের ব্যয়ের সমান। 

বৃহস্পতিবার প্রকাশিত টপটেন ভিপিএন.কমের প্রতিবেদনের বরাত দিয়ে ডন জানিয়েছে, কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ২৮টি দেশে ১৬৭ বার ইন্টারনেট বন্ধ রেখেছে বা বিভ্রাট ঘটিয়েছে। পাকিস্তানে ২০২৪ সালের নির্বাচন, আন্দোলন এবং তথ্য নিয়ন্ত্রণ করার জন্য ১৮ বার ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ রাখা হয়, যার ফলে ৮২.৯ মিলিয়ন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহারে বাধাগ্রস্ত হন।

এছাড়াও গত বছর ফেব্রুয়ারি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বন্ধ করায় ১৬৪ কোটি এবং বেলুচিস্তানে ১৬ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত মোট ৮৬৪ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখায় ১১৮ কোটি ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি।