যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। এনিয়ে গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছুঁই ছুঁই। আর আহত এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের হামলায় গতকাল বুধবার অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭৮ জন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় নির্বিচার বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা ৪৫ হাজার ৯৩৬ জন। আর আহত এ পর্যন্ত এক লাখ ৯ হাজার ২৭৪ জন ফিলিস্তিনি।
ইসরায়েলি বাহিনীর হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে গাজার ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ আশ্রয় নিয়েছে। তবে আশ্রয়কেন্দ্রগুলোতেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হতাহত হচ্ছে অসংখ্য সাধারণ মানুষ।
মানবকণ্ঠ/আরআই
Comments