Image description

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের তাণ্ডবে আক্রান্ত অঞ্চলে লুটপাটের ঘটনা আরও বৃদ্ধি পাচ্ছে। পুলিশ জানিয়েছে, লুটপাটকারীরা ছদ্মবেশে নিজেদের আড়াল করছে, বিশেষ করে দমকলকর্মী সেজে। বর্তমানে অন্তত দুজন আটক ব্যক্তি দমকলকর্মী পোশাক পরে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন।

এখন পর্যন্ত ৩৯ জনকে লুটপাটের অভিযোগে আটক করা হয়েছে। পুলিশ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, তিনি আরও ন্যাশনাল গার্ড সদস্য চেয়েছেন, যাদের মধ্যে ৪০০ জন ইতোমধ্যে কাজ করছে। ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউসন এক হাজার অতিরিক্ত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন।

শেরিফ লুনা আরও বলেন, মালিবু এলাকায় এক ব্যক্তি দমকলকর্মী সেজে বসেছিলেন। তাকে দেখে সন্দেহ হওয়ায়, তাকে জিজ্ঞাসা করলে পুলিশি তৎপরতায় তাকে আটক করা হয়, কারণ তিনি দমকলকর্মী না হয়ে একটি বাড়িতে লুটপাট করছিলেন।

ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে বর্তমানে ১৪ হাজার দমকলকর্মী কাজ করছে, তাদের সহায়তায় রয়েছে ৮৪টি বিমান ও ১৩৫৪টি ফায়ার ইঞ্জিন। এক লাখ পাঁচ হাজার মানুষ এখনো বাধ্যতামূলকভাবে অন্যত্র সরে গেছে এবং আরও ৮৭ হাজারের বেশি বাসিন্দাকে সতর্কতা জারি করা হয়েছে।

এক সপ্তাহ পরেও দাবানল নিয়ন্ত্রণে আসেনি, বরং বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে প্রাণ বাঁচাতে বাসিন্দারা তাদের ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ত্যাগ করছেন।

মানবকণ্ঠ/আরএইচটি