Image description

যুক্তরাষ্ট্রে হামলার চেষ্টা করে কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত যুবক। তাও আবার যেই সেই হামলা নয়। হোয়াইট হাউজে ট্রাক নিয়ে হামলার চেষ্টা করেছিলেন তিনি। সে কারণে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গ্রিনকার্ডধারী সাই বর্ষিত কান্দুলাকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। 

২০২৩ সালের ২২ মে ওয়াশিংটন ডিসিতে এই ঘটনা ঘটেছিল। মার্কিন বিচার বিভাগ জানায়, কান্দুলার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে নাৎসি আদর্শে পরিচালিত একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা।  

কান্দুলার জন্ম ভারতের চন্দননগরে এবং তিনি যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, জানাচ্ছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। ২০২৪ সালের ১৩ মে আদালতে নিজের অপরাধ স্বীকার করেন তিনি। এরপর ওয়াশিংটন ডিসির জেলা আদালতের বিচারক ডাবনি এল ফ্রেড্রিক তাকে আট বছরের কারাদণ্ড দেন। সঙ্গে তাকে তিন বছর পর্যবেক্ষণের আদেশও দেন।

আদালতের নথি অনুসারে কান্দুলা সেদিন মিশৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস থেকে ওয়াশিংটন ডিসিতে একমুখী টিকিটে ভ্রমণ করেন। বিকেলে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি একটি ট্রাক ভাড়া করেন। 

রাত ৯টা ৩৫ মিনিটে তিনি পৌঁছে যান হোয়াইট হাউসে। সেখানে নিরাপত্তা বেষ্টনীতে ট্রাক নিয়ে ধাক্কা দেন। দ্বিতীয়বারের ধাক্কায় ট্রাকটি অকেজো হয়ে গেলে তিনি একটি নাৎসি স্বস্তিকা চিহ্নিত পতাকা বের করে ওড়াতে থাকেন। 

ঘটনাস্থলেই তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের পার্ক পুলিশ এবং সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। তদন্তে বেরিয়ে আসে, কান্দুলা কয়েক সপ্তাহ ধরে এই হামলার পরিকল্পনা করছিলেন। তিনি ভার্জিনিয়ার একটি নিরাপত্তা সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২৫ জন সশস্ত্র ব্যক্তিসহ একটি সাঁজোয়া কনভয় ভাড়া করার চেষ্টা করেছিলেন।  

মার্কিন বিচার বিভাগ আরও জানায়, কান্দুলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্য নেতাদের হত্যা করে ক্ষমতা দখল করা। তার এ হামলার ফলে ন্যাশনাল পার্ক সার্ভিসের ৪ হাজার ৩২২ ডলারের ক্ষতি হয়। আদালত তাকে এই পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আদেশও দিয়েছেন।  

২০২৩ সালের মে মাসে ওই হামলার আগেও কান্দুলা আরো একটি হামলার চেষ্টা করেছিলেন। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেন বিচারক।