ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে রামকৃষ্ণ মিশনের একটি নির্মীয়মাণ স্কুলে স্থানীয় মানুষ ভাঙচুরের পরে সেখানে কারফিউ জারি করেছে প্রশাসন। সোমবারের ওই ঘটনার পরে মঙ্গলবারও গ্রামটিতে উত্তেজনা রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাউকেনরৌ গ্রামটি মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলায়। পুলিশ বলছে, সোমবার প্রায় ২৫০ জন নারী-পুরুষ নির্মীয়মাণ ওই স্কুলটিতে ভাঙচুর চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে সেখানে লাঠিচার্জ করে ও তারপরে টিয়ার শেলও ফাটায়। অন্তত ১২ জন আহত হয়েছে ওই ঘটনায়। আহতদের মধ্যে অন্তত চারজন পুলিশকর্মীও আছেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় মাউকেনরৌ গ্রামে কারফিউ জারি করেছে প্রশাসন।
কারফিউ জারির নির্দেশ দিয়ে জেলা প্রশাসন বলেছে, ‘এই সমস্যা খুব সম্ভবত চলতে থাকবে এবং শান্তি বিঘ্নিত হওয়ার গুরুতর আশঙ্কা করা হচ্ছে, ফলে জানমালের ক্ষতি হতে পারে।’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে।
স্থানীয় সাংবাদিকরা বলছেন, কয়েক বছর আগে ওই স্কুল তৈরির জন্য গ্রামপ্রধানের কাছ থেকে ২০২২ সালে জমিটি নিয়েছিল রামকৃষ্ণ মিশন। তবে সেই গ্রামপ্রধান বদলিয়ে এখন যিনি দায়িত্ব নিয়েছেন, তিনি আগের সেই নির্দেশ প্রত্যাহার করে জমিটি ফেরত নেওয়ার কথা বলছেন।
ওই জমিটি আদতে আদিবাসী জমি এবং গ্রামের খেলার মাঠ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এই অশান্তির মধ্যে কোনো ধর্মীয় বিষয় জড়িত নয় বলেও উল্লেখ করছে স্থানীয় সূত্রগুলো।
সূত্র : বিবিসি বাংলা।
মানবকণ্ঠ/এসআরএস
Comments