Image description

ইসরায়েলি নিরাপত্তা সেনাবাহিনীর অভিযানে পশ্চিম তীরের জেনিনে কমপক্ষে ছয়জন ফিলিস্তিনি নিহত এবং এবং ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী, পুলিশ এবং শিন বেট নিরাপত্তা পরিষেবা জেনিনে ‘সন্ত্রাসবাদকে পরাজিত’ করার জন্য একটি ‘বিস্তৃত এবং উল্লেখযোগ্য’ অভিযান শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘ইরানি অক্ষ যেখানেই পৌঁছাবে তার বিরুদ্ধে আমরা পদ্ধতিগতভাবে এবং দৃঢ়তার সাথে কাজ করছি। গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং পশ্চিম তীরে আমরা এখনও সক্রিয় আছি।’

ইসরায়েলি সামরিক বাহিনীর ওই বিবৃতিতে এই অভিযানকে ‘লোহার প্রাচীর’ বলা হয়েছে এবং ‘যতক্ষণ প্রয়োজন’ এটি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।