Image description

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্কো রুবিও। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিনই তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে সিনেট। পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব গ্রহণের পর রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ‘নতুন যুগের’ দিকে এগোচ্ছে।

যুক্তরাষ্ট্রের সিনেটে ফ্লোরিডা অঙ্গরাজ্যের সদস্য মার্কো রুবিও। সিনেটের বিদেশি সম্পর্ক-বিষয়ক কমিটিতে দায়িত্ব পালনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। দায়িত্ব নিয়ে রুবিও আন্তর্জাতিক সংঘাত নিয়ে কথা বলেছেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৭০ হাজারের বেশি কর্মকর্তা রুবিওর অধীন কাজ করবেন।

দায়িত্ব গ্রহণের পর রুবিও বলেছেন, নতুন প্রশাসনের সব কাজ নির্ভর করবে তিনটি প্রশ্নের উত্তরের ওপর। সেগুলো হলো ‘এটা কি আমাদের আরও শক্তিশালী করবে, এটা কি আমাদের আরও বেশি নিরাপদ করবে এবং এটা কি আমাদের আরও সমৃদ্ধ করবে? উত্তর যদি না হয়, আমরা তা করব না।’

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর বর্তমান সময়কে একটি ‘রূপান্তরের’ মুহূর্ত বলে উল্লেখ করেছেন রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে। এটি বিশ্বকে আরও নিরাপদ স্থানে পরিণত করবে। রুবিও আরও বলেন, ট্রাম্প এটা স্পষ্টভাবে বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য হবে শান্তি প্রতিষ্ঠা করা।