মার্কিন সশস্ত্র বাহিনীর একটি শাখার দায়িত্বে থাকা এক নারী কর্মকর্তাকে বরখাস্ত করছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রেসিডেন্টের শপথ গ্রহণের পরই গত মঙ্গলবার তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নেতৃত্ব এবং কর্মক্ষম ত্রুটির অজুহাতে সশস্ত্র বাহিনীর অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে বরখাস্ত করা হয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কোনো নারী কর্মকর্তাকে বরখাস্ত করার এটিই প্রথম ঘটনা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, ২০২১ সালে ফাগানকে সামুদ্রিক নিরাপত্তার দায়িত্বে থাকা কোস্টগার্ডের প্রধান হিসেবে মনোনীত করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে মার্কিন সশস্ত্র বাহিনীর একটি শাখার প্রথম নারী ইউনিফর্মধারী প্রধান হয়েছিলেন ফাগান। হোমল্যন্ড সিকিউরিটি সেক্রেটারি বেঞ্জামিন হাফম্যান কোস্টগার্ডের ওয়েবসাইটে পোস্ট করা এক বার্তায় উল্লেখ করেছেন যে, দীর্ঘ এবং বর্ণাঢ্য ক্যারিয়ারের পর ফাগানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নেতৃত্বের ঘাটতি, অপারেশনাল ব্যর্থতা এবং মার্কিন কোস্টগার্ডের কৌশলগত উদ্দেশ্য এগিয়ে নিতে অক্ষমতার দোহাই দিয়ে ফাগানকে বরখাস্ত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ফাগানকে বরখাস্ত করার একটি কারণ হচ্ছে তিনি বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তিমূলক নীতির (এগুলো সংশ্লিষ্ট বিভাগের মূল ভিত্তি হিসেবে বিবেচ্য) ওপর অটল ছিলেন।
তবে এ বিষয়ে ফাগান অথবা কোস্টগার্ডের কারও তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। ফেডারেল সরকারি সংস্থাগুলোতে ডিইআই সংক্রান্ত প্রোগাম বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।
ওই সকল প্রোগ্রামের লক্ষ্য ছিল সশস্ত্র বাহিনী জুড়ে বৈচিত্র্য বৃদ্ধি করা যার মাধ্যমে আমেরিকান জনগণের সুরক্ষা নিশ্চিত করা। এর আগে কোস্টগার্ডের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠে। এছাড়া তাদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণেরও অভিযোগ রয়েছে।
Comments