লিবিয়ার ব্রেগা উপকূলে উদ্ধারকৃত ২০ মরদেহের সবাই বাংলাদেশি হতে পারে বলে ধারণা করছে স্থানীয় রেড ক্রিসেন্ট। এরইমধ্যে মরদেহগুলোর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মরদেহগুলোতে পচন ধরায় কোনো সূত্র তাদের জাতীয়তা নিশ্চিত করতে পারেনি। এমনকি মরদেহের সাথে কোনো নথিও পাওয়া যায়নি। এরইমধ্যে মরদেহগুলো বেগ্রা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়া নামক স্থানে দাফন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত ৩০ জানুয়ারি অ্যাম্বাসি অফ বাংলাদেশ ইন লিবিয়ার ফেসবুক পেইজে জানানো হয়, বেগ্রা উপকূলে অন্তত ২০টি মরদেহ ভাসতে দেখা যায়। এরপর এসব মরদেহের পরিচয় নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। সাগরপথে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয় বলে জানায় রেড ক্রিসেন্ট।
মানবকণ্ঠ/আরএইচটি
Comments