Image description

ইন্দোনেশিয়ার রক্ষণশীল আচেহ প্রদেশে বৃহস্পতিবার দুই পুরুষকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। এর আগে তারা কঠোর ইসলামী আইনের অধীনে পরিচালিত একটি আদালতে যৌন সম্পর্কের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার অন্য কোথাও সমকামী সম্পর্ক আইনত নিষিদ্ধ নয়। তবে আচেহ প্রদেশে এটি নিষিদ্ধ। কারণ সেখানে শরিয়া আইন কার্যকর রয়েছে।

প্রাদেশিক রাজধানী বান্দা আচেহর একটি পার্কে স্থানীয় সময় দুপুরের আগে বেত্রাঘাত শুরু হয়। আদালত এক ব্যক্তিকে সম্পর্ক শুরুর জন্য দায়ী হিসেবে চিহ্নিত করে ৮২ বার ও অপরজনকে ৭৭ বার বেত্রাঘাত করার আদেশ দিয়েছিলেন।

তবে তিন মাস আটক থাকার কারণে তাদের শাস্তি থেকে তিনটি করে বেত্রাঘাত কমিয়ে দেওয়া হয়।

এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন, দর্শকদের সামনে দুই ব্যক্তিকে বেত দিয়ে প্রহার করা হয়। এ সময় দণ্ডপ্রাপ্ত সব ব্যক্তির জন্য চিকিৎসা সহায়তা প্রস্তুত রাখা হয়েছিল।