Image description

ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর তাঁর আস্থা রয়েছে। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও জোর দিয়েছেন ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার ওপর।

স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা জানান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শীর্ষ দুই নেতা। 

ওভাল অফিসের বৈঠকে রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্য সফর করতে ট্রাম্পের হাতে একটি রাজকীয় আমন্ত্রণপত্র পৌছে দেন স্টারমার। ট্রাম্পও ব্রিটিশ রাজার আমন্ত্রণ গ্রহণ করেছেন।

এ সময় ইউক্রেন ইস্যুতে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, তিনি (পুতিন) প্রতিশ্রুতি রাখবেন। আমি তাঁর সঙ্গে কথা বলেছি। দীর্ঘদিন ধরেই আমি তাঁকে চিনি।’

বৈঠকে ইউক্রেনে শান্তিচুক্তির বিষয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছার কথাও ট্রাম্পকে জানান স্টারমার। 

মার্কিন মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স চাইছে, ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন করা হোক। আর এই বিষয়ে নিরাপত্তা নিশ্চয়তা দিক যুক্তরাষ্ট্র। বৈঠকে স্টারমার এ বিষয়টি তুলে ধরেছেন।