Image description

ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধসের ঘটনায় অন্তত ৪১ জন সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) শ্রমিক নিখোঁজ রয়েছেন।  শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) প্রদেশটির চামোলি জেলার খ্যাতনামা বদ্রীনাথ মন্দির থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মানা সীমান্ত গ্রামে এ ঘটনা ঘটে।  তবে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভি  

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মোট ৫৭ জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন। যার মধ্যে এখন পর্যন্ত ১৬ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মানা গ্রামে অবস্থিত সেনা ক্যাম্পে পাঠানো হয়েছে।

উত্তরাখণ্ড পুলিশের মহাপরিচালক দীপম শেঠ জানিয়েছেন, উদ্ধার অভিযানে ৬০-৬৫ জন কর্মী নিয়োজিত রয়েছেন। তিনি আরও বলেন, গত দুই ঘণ্টা ধরে উদ্ধার কাজ চলছে। প্রধান চ্যালেঞ্জ হলো প্রতিকূল আবহাওয়া। প্রবল তুষারপাত ও ঝোড়ো বাতাসের কারণে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে। আমরা বরফ কাটার যন্ত্র ব্যবহার করে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছি।

বিআরও-এর নির্বাহী প্রকৌশলী সি আর মীনা জানান, তিন থেকে চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তবে ভারি তুষারপাতের কারণে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যার সম্মুখীন হচ্ছে।

চামোলির জেলা ম্যাজিস্ট্রেট সন্দীপ তিওয়ারি বলেন, প্রবল বৃষ্টি ও তুষারপাতের কারণে হেলিকপ্টার পরিষেবা মোতায়েন করাও সম্ভব হচ্ছে না। পরিস্থিতি অত্যন্ত কঠিন।