Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে হওয়া বাক বিতণ্ডার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যে পথে এগোতে চাচ্ছে, সেই পথে এগোতে ইউক্রেন প্রস্তুত আছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ মার্চ) এক্সে এ নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সহায়তা বন্ধ করার ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। যদিও এ বিষয়টি নিজের পোস্টে উল্লেখ করেননি তিনি।

তিনি বলেন, “আমি শান্তির প্রতি ইউক্রেনের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করতে চাই। আমরা কেউই ‘সীমাহীন’ যুদ্ধ চাই না। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত ইউক্রেন। অন্যদের চেয়ে সবচেয়ে বেশি শান্তি চায় ইউক্রেন।”

তিনি আরও বলেন, “স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমি এবং আমার দল প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত। আমরা যুদ্ধের অবসান ঘটাতে দ্রুত কাজ করতে প্রস্তুত।”

যুদ্ধবিরতির প্রথম ধাপটি কেমন হতে পারে সেটিরও একটি উদাহরণ দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তিনি বলেছেন, “(যুদ্ধবিরতির) প্রথম পর্যায় হতে পারে বন্দিদের মুক্তি এবং আকাশে মিসাইল, ড্রোন উড়া বন্ধ। সঙ্গে জ্বালানি ও অন্যান্য বেসামরিক অবকাঠামোর উপর হামলা বন্ধ। এছাড়া রাশিয়া যদি মানে সমুদ্রেও যুদ্ধবিরতি হতে পারে।”

তিনি আরও বলেন, “প্রথম ধাপের পর আমরা পরবর্তী ধাপগুলোয় খুব দ্রুত এগিয়ে যেতে চাই এবং একটি শক্তিশালী চূড়ান্ত চুক্তি করতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে চাই।”