
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বাস উল্টে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে ওহাকা রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে। খবর রয়টার্স
রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ছোট শহর শান্তো ডমিনিংগোর বাইরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
ওহাকা গভর্নর সালোমন জারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারে প্রতি সমবেদনা প্রকাশ করছি। এই কঠিন সময়ে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।
সোমবার বিকেলে স্থানীয় রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেসাস রোমেরো বলেন, বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল। তারা মেক্সিকোর দক্ষিণে তেহুয়ানতেপেক ইস্তমুসের দিকে যাচ্ছিল।
তিনি আরও বলেন, মনে হচ্ছে যাত্রীরা রোববার মেক্সিকো সিটির রাজধানীতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের একটি সমাবেশে অংশ নেয়ার পর বাড়ি ফিরছিলেন।
মানবকণ্ঠ/আরআই
Comments