Image description

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি পোষণ করার অভিযোগে ওয়াশিংটনে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য জানিয়ে বলেছেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহীম রাসুল অন্যায্যভাবে বর্ণবাদকে ব্যবহারকারী একজন রাজনীতিক। তিনি যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করেন।

ক্ষমতায় আসার পরপরই দক্ষিণ আফ্রিকায় যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় কাটছাঁট করেন ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ আফ্রিকার ভূমি নীতি ও আন্তর্জাতিক অপরাধ আদালতে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা করায় তিনি দেশটির প্রতি ক্ষুব্ধ। যে কারণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্রে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত আমাদের মহান দেশে আর বাঞ্ছিত ব্যক্তি নন।’’

পোস্টে তিনি বলেছেন,  ‘‘তার (রাষ্ট্রদূত) সঙ্গে আমাদের আলোচনার কিছু নেই। সুতরাং তিনি যুক্তরাষ্ট্রে (পারসোনা নন গ্রাটা) অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন।’’

রুবিও ডানপন্থী ওয়েবসাইট ব্রেইটবার্টে প্রকাশিত একটি নিবন্ধ পোস্ট করেছেন। নিবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেতাঙ্গ ‘‘আধিপত্যবাদী’’ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুল।

শনিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় রাসুলের বহিষ্কারকে দুঃখজনক বলে অভিহিত করে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক কল্যাণজনক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ দক্ষিণ আফ্রিকা।