Image description

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে আর সিক্রেট সার্ভিসের গোপন সুরক্ষা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন জানুয়ারিতে পদত্যাগ করার আগে সুরক্ষা সুবিধা জুলাই পর্যন্ত বাড়িয়েছিলেন।

মঙ্গলবার (১৮ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। সোমবার (১৭ মার্চ) ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প এ কথা জানান।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘হান্টার বাইডেন দীর্ঘদিন ধরে সিক্রেট সার্ভিসের সুরক্ষা পেয়েছেন, যার পুরো খরচ মার্কিন করদাতারা বহন করেছেন। অবিলম্বে এটি কার্যকর হলে হান্টার বাইডেন আর সিক্রেট সার্ভিস থেকে সুরক্ষা পাবেন না।

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন বাইডেন পুত্র হান্টার বাইডেন। সেই সময় তার নিরাপত্তার জন্য ১৮ জন সিক্রেট সার্ভিস এজেন্ট নিযুক্ত করা হয়েছিল। অন্যদিকে, ১৩ জন এজেন্ট অ্যাশলে বাইডেনের সুরক্ষার দায়িত্বে ছিলেন।

হান্টার বাইডেন আর সিক্রেট সার্ভিস সুরক্ষা পাবেন না। একইভাবে, অ্যাশলে বাইডেন, যার ১৩ জন এজেন্ট রয়েছে, তাকেও তালিকা থেকে বাদ দেওয়া হবে না। অন্যদিকে সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন, তারা ট্রাম্পের সিদ্ধান্ত সম্পর্কে অবগত ছিলেন। সিক্রেট সার্ভিস প্রেসিডেন্টের নির্দেশ মেনে চলবে এবং দ্রুত এই নির্দেশ কার্যকর করতে হোয়াইট হাউসের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।

একজন সাংবাদিক ট্রাম্পকে হান্টার বাইডেনের সিক্রেট সার্ভিসের বিস্তারিত তথ্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তার কয়েক ঘণ্টা পরেই ট্রাম্পের এই ঘোষণা আসে। ট্রাম্প তখন বলেন যে তিনি এটি সম্পর্কে অবগত নন তবে তিনি এটি খতিয়ে দেখবেন।

গত ডিসেম্বরে বাইডেন প্রথম বড় ধরনের ক্ষমা করেন তার ছেলে হান্টার বাইডেনকে। যাকে ২০১৮ সালে মাদকাসক্ত থাকাকালীন আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।