Image description

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বন্ধের লক্ষ্যে দীর্ঘ প্রত্যাশিত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২০ মার্চ) এই আদেশে তার স্বাক্ষরের কথা রয়েছে বলে হোয়াইট হাউজের এক সারসংক্ষেপের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংস্থাটির প্রতিবেদন বলছে, ওই আদেশে শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমাহনকে ‘শিক্ষা বিভাগ বন্ধের জন্য এবং শিক্ষা ব্যবস্থার কর্তৃত্ব রাজ্যগুলোর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এ প্রক্রিয়া সম্পন্নের সময় আমেরিকানরা যেসব পরিষেবা, কর্মসূচি এবং সুবিধার ওপর নির্ভরশীল সেগুলোর কার্যকর এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে’।

তবে স্বাক্ষরের আগেই অঙ্গরাজ্য পর্যায়ের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলদের একটি দল এ আদেশকে চ্যালেঞ্জ জানিয়েছে। বিভাগটি বিলুপ্ত করা ও গত সপ্তাহে ঘোষিত প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করা থেকে ট্রাম্পকে বাধা দিতে তারা একটি মামলাও করেছেন।

কংগ্রেসের আইন পাস করা ছাড়া ট্রাম্প বিভাগটি বন্ধ করতে পারবেন না। আর যদি চানও, সেটাও বেশ কঠিন হবে। কেননা মার্কিন সেনেটে ট্রাম্পের রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও মন্ত্রিপরিষদ পর্যায়ের একটি বিভাগ বাতিলে করতে তা তার অন্তত সাতটি ডেমোক্র্যাট ভোটের প্রয়োজন হবে। তবে তার এমন সিদ্ধান্তে সমর্থন দেবেন এমন কোনো ইঙ্গিতও দেননি ডেমোক্রেটরা।