Image description

অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুদ্ধরত দুই দেশ রাশিয়া ও ইউক্রেন। তবে পুরো যুদ্ধ বন্ধ করতে রাজি হয়নি তারা। সমুদ্রে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে কেবল। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। আমেরিকা জানিয়েছে, তারা কৃষ্ণ সাগরে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে সমুদ্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এতে করে জ্বালানি হামলা বন্ধে কিছু ব্যবস্থা নেওয়া গেল। 

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনার ব্যাপারে দুটি রিডআউট প্রকাশ করেছে আমেরিকা। আজ মঙ্গলবার প্রকাশিত এসব রিডআউটে নিরাপদে নৌচলাচল নিশ্চিত করতে, বলপ্রয়োগ বন্ধ করতে এবং কৃষ্ণ সাগরে সামরিক উদ্দেশে বাণিজ্যিক জাহাজের ব্যবহার রোধ করতে সমুদ্রে যুদ্ধবিরতির জন্য একটি চুক্তি কার্যকরভাবে ঘোষণা করেছে হোয়াইট হাউস।

উভয় বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে ধর্মঘট বন্ধ করতে এবং পূর্ববর্তী চুক্তি বাস্তবায়নের জন্য ব্যবস্থা তৈরি করতে দুই দেশ সম্মত হয়েছে। ইউক্রেন ও রাশিয়া একটি টেকসই এবং স্থায়ী শান্তি অর্জনের জন্য কার্যক্রম চালিয়ে যাবে। 

ইউক্রেন নিয়ে লেখা রিডআউটে হোয়াইট হাউস বলছে, আমেরিকা নিশ্চিত করেছে যে তারা যুদ্ধবন্দীদের বিনিময়, বেসামরিক বন্দীদের মুক্তি এবং জোরপূর্বক স্থানান্তরিত ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

রাশিয়া নিয়ে বলা হয়েছ, কৃষি ও সার রপ্তানির জন্য বিশ্ব বাজারে রাশিয়ার প্রবেশাধিকার পুনরুদ্ধার করতে, সামুদ্রিক বীমা খরচ কমাতে এবং এই ধরনের লেনদেনের জন্য বন্দর এবং অর্থপ্রদান ব্যবস্থায় প্রবেশাধিকার বাড়াতে সহায়তা করবে আমেরিকা।