
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ছয়টি বাচ্চা রয়েছে। গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।
এতে বলা হয়, গাজা উপত্যকা জুড়ে বুধবার ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। দখলদাররা এদিন মধ্য গাজায় বেশ কয়েকটি জায়গায় হামলা চালায়, যার মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে বিনামূল্যে গরম খাবার সরবরাহকারী একটি রান্নাঘরও রয়েছে।
এর আগে, যুদ্ধবিরতি উপেক্ষা করে গত ১৮ মার্চ গাজায় নতুন করে ধ্বংসযজ্ঞ শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। মার্কিন মদদে সেই হামলায় এখন পর্যন্ত প্রায় ৭০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অন্তত ৪০০ জন নারী ও শিশু। হামাসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও হামলায় নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর আগ্রাসন শুরুর পর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে কেবল শিশুই ১৭ হাজার। সেইসঙ্গে আহত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৭৪ জন।
এ ছাড়া দখলদারদের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে লাখ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
মানবকণ্ঠ/আরআই
Comments