
আফগানিস্তানের সাথে থাকা সীমান্তে পৃথক হামলায় পাকিস্তানের অন্তত আটজন সেনা সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে ওই এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। বার্তা সংস্থা এএফপিকে দেশটির পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৮ মার্চ) হতাহতের এই ঘটনা ঘটে।
শনিবার (২৯ মার্চ) পুলিশের একটি সূত্র জানিয়েছে, উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশে "সশস্ত্র তালেবানদের" বিরুদ্ধে নিরাপত্তা অভিযানে সাত সেনা নিহত হয়েছেন। ওই সূত্রটি জানিয়েছে, "একটি বাড়িতে লুকিয়ে থাকা যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালায়।"
ঘণ্টাব্যাপী লড়াইয়ের সময় সেনাবাহিনী যুদ্ধের হেলিকপ্টার মোতায়েন করেছে। পরে নিরাপত্তাবাহিনী আট তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। এ সময় ছয়জন সৈন্য আহত হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি। এছাড়া একটি মোটরবাইকে স্থাপন করা বিচ্ছিন্নতাবাদীদের বোমা বিস্ফোরিত হলে, দক্ষিণ বেলুচিস্তানে এক সেনা এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
Comments