Image description

মিয়ানমারে নতুন করে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। এদিকে দুই দিন আগে মিয়ানমারে হওয়া শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭০০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। রোববার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৮ মিনিটে মান্দালয়ের কাছে ফের ভূমিকম্পটি আঘাত হানে।

রোববার ভূমিকম্প পর্যবেক্ষণকারী মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের কাছে নতুন করে আরেকটি ভূমিকম্প হয়েছে। শুক্রবারে ভয়াবহ ভূমিকম্পে মান্দালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

এছাড়া বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার মধ্যরাতের দিকে একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার মাত্রা ছিল ৪ দশমিক ২।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। এতে অসংখ্য ভবন ধসে পড়ে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের প্রভাব থাইল্যান্ডসহ আশপাশের বেশ কয়েকটি দেশেও পড়ে।

তবে মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডে নিহতের খবর পাওয়া যায়। এছাড়া ব্যাংককে একটি ৩৩ তলা ভবন ধসে পড়ে, যার উদ্ধারকাজ এখনও চলছে।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, ধ্বংসস্তুপের ভেতর থেকে জীবিতদের সন্ধানে অভিযান চললেও চিকিৎসা সরবরাহের তীব্র ঘাটতি থাকায় দুর্যোগ মোকাবিলায় বাধা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই