Image description

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর দেশের মুসলিম ধর্মাবলম্বীদেরকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। রোববার রাশিয়ার মুসলিমরা ঈদ উদযাপন করছে। প্রেসিডেন্ট পুতিনের মতো প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিনও রাশিয়ার মুসলিম জনগোষ্ঠীকে ঈদের অভিনন্দন জানিয়েছেন। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের বরাতে এসব তথ্য জানা গেছে।

সেন্ট্রাল স্পিরিচুয়াল ডিরেক্টরেট অব মুসলিমস অব রাশিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পবিত্র রমজান মাসের শেষে এই প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব আধ্যাত্মিক উন্নতি, দয়া ও সহানুভূতির প্রতীক।’

রাশিয়ার জনজীবন ও আধ্যাত্মিক ক্ষেত্রে মুসলিম সংগঠনগুলোর তাৎপর্যপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেছেন পুতিন। দাতব্য, শিক্ষামূলক ও দেশের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প ও উদ্যোগে মুসলিমদের ভূমিকারও প্রশংসা করেছেন তিনি।

উল্লেখ্য, রাশিয়ার মতো বিশ্বের অনেক দেশেই আজ পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন হচ্ছে। তাঁদের মধ্যে আছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ। তবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে আগামীকাল সোমবার উদযাপিত হবে ঈদ।


মানবকণ্ঠ/আরআই