
ইরানের সঙ্গে উত্তেজনা এবং ইয়েমেনের হুতিদের ওপর অব্যাহত হামলার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১ এপ্রিল) মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী জাহাজ মোতায়েনের সংখ্যা দুটিতে উন্নীত করছে। সেখানে থাকা আগের রণতরীটি বহাল থাকবে এবং ইন্দো-প্যাসিফিক থেকে আরেকটি পাঠানো হবে।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, ‘মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, আগ্রাসন প্রতিহত করা এবং মুক্ত বাণিজ্যের পথ রক্ষা করার জন্য কার্ল ভিনসন রণতরী হ্যারি এস. ট্রুম্যানের সঙ্গে যুক্ত হবে।’
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মধ্যপ্রাচ্যে বাড়তি যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েনের নির্দেশ দিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক আকাশ সমর্থনকে আরও শক্তিশালী করবে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে হুমকি দেন, হুতিদের জন্য স্পষ্ট বার্তা - মার্কিন জাহাজে গুলি চালানো বন্ধ কর, এবং আমরা তোমাদের উপর গুলি চালানো বন্ধ করব। অন্যথায়, আমরা কেবল শুরু করেছি, আসল যন্ত্রণা এখনো আসেনি - হুথি ও ইরানে তাদের পৃষ্ঠপোষক উভয়ের জন্য।
ট্রাম্প উল্লেখ করেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে তবে বোমা হামলা চালানো হবে।
Comments