
উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘের ইউএনআরডব্লিউএ ক্লিনিককে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালিয়ে ৯ শিশুসহ ১৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া আহত হয়েছে আরও অনেকে। বুধবার (২ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ওই মেডিকেল সেন্টার ছাড়াও এদিন সকালে গাজাজুড়ে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এতে বহু হতাহত হয়।
স্বাস্থ্য বিভাগের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলের নিরলস বিমান হামলায় ভোর থেকে গাজায় অন্তত ৫০ জন নিহত হয়েছে।
এই হামলার বিষয়টি শিকার করে ইসরায়েলি বাহিনী বলেছে, জায়গাটি হামাসের ‘কমান্ড-এন্ড-কন্ট্রোল সেন্টার’ হিসেবে ব্যবহৃত হতো। তাই তারা এটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে।
এর আগে গত সোমবার (৩১ মার্চ) জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে জানায়, গাজায় ইসরায়েলের নতুন করে শুরু করা আক্রমণে ১০ দিনে নিহত শিশুর সংখ্যা কমপক্ষে ৩২২। এ ছাড়া ওই সময়ে আহত হয় আরও ৬০৯ জন শিশু।
Comments